গরমে হাতের যত্ন
গরমের এই সময়টাতে হাতের চাই বাড়তি যত্ন। শুধু মুখের ত্বক সুন্দর করতেই আমরা ব্যস্ত। মনে রাখবেন, হাতের থেকে মুখের ত্বক আলাদা হলে দেখতে বেমানান লাগে। প্রতিদিনের পরিচর্যা হাতের ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে।
রেড বিউটি স্যালনের নির্বাহী পরিচালক আফরোজা পারভীন বলেন, ‘মুখের মতো হাতের ত্বকও অনেক স্পর্শকাতর। হাতের ত্বকের দরকার বাড়তি যত্ন। নিয়মিত পরিচর্যায় হাতের ত্বক হয়ে উঠবে কোমল এবং উজ্জ্বল।’
গরমে হাতের যত্নে কী করবেন—সে সম্পর্কে প্রয়োজনীয় কয়েকটি পরামর্শ দিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। জেনে নিন, হাতের ত্বক সুন্দর রাখতে কীভাবে নিয়মিত হাতের পরিচর্যা করবেন :
- কিছুক্ষণ পরপর হাত ধুতে ভুলবেন না। হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে এক মিনিট ঘষে হাত ধুয়ে ফেলুন। এতে হাতে ময়লা জমে কালচে হবে না।
- বাসায় তৈরি হ্যান্ডস্ক্রাবার ব্যবহার করতে পারেন। সামান্য হলুদ, চালের গুঁড়া, মসুরের ডালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে হাতে কিছুক্ষণ ঘষার পর ধুয়ে ফেলুন। এতে হাতের ত্বক মসৃণ ও নরম হবে।
- রাতে ঘুমানোর আগে হাতে ভালো করে ময়েশ্চারাইজার ও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন, যা হাতের ত্বককে সুস্থ এবং সতেজ রাখবে।
- বাজারে অনেক হ্যান্ডক্রিম কিনতে পাওয়া যায়। এগুলো শুধু হাতে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। রাতে ঘুমানোর আগে হাতে ভালো করে হ্যান্ডক্রিম লাগিয়ে ঘুমান। এতে হাতের ত্বক ভালো থাকবে এবং উজ্জ্বল হবে।
- ক্রিম বা লোশনের মধ্যে বরফ মিশিয়ে হাতে ভালো করে ঘষুন। এর পর কিছুক্ষণ রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে হাতের খসখসে ভাব দূর হবে এবং হাত কোমল হবে।
- লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে হাতে হালকা ঘষে ধুয়ে ফেলুন। এতে হাতের ত্বকের মরা কোষ দূর হবে।
- আলু ও শসার রস একসঙ্গে মিশিয়ে হাতে লাগান। শুকিয়ে গেলে হালকা ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালচে ভাব দূর হবে।
- হাতের ত্বক রোদে পুড়ে গেলে প্রতিদিন বাসায় ফিরে টক দই দিয়ে হালকা ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। টক দই হাতের ত্বকের পোড়া দাগ দূর করে।