চুলের আগা ফাটা দূর করে মেয়োনেজ!

অতিরিক্ত শুষ্ক চুলের আগা খুব দ্রুত ফেটে যায়। এর ফলে চুল ভেঙে যায় এবং চুলের আগা নষ্ট হয়ে যায়। নিয়মিত সঠিক যত্ন নিলে চুলের এই সমস্যার সমাধান সম্ভব। এ ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। চাইলে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই তালিকাটি একবার দেখে নিতে পারেন।
ডিম : ডিমের প্রোটিন চুলে সঠিক পুষ্টি জোগায়। প্রতি সপ্তাহে চুলে ডিমের সাদা অংশ ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে চুলের আগা ফাটার সমস্যার সমাধান হবে।
মেয়োনেজ : একটা ভেজা তোয়ালে দিয়ে চুল কিছুক্ষণ পেঁচিয়ে রাখুন। এবার চুলের আগায় মেয়োনেজ লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কলা : কলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেল, পটাশিয়াম, জিংক, আয়রন, ভিটামিন-এ, ভিটামিন-সি ও ভিটামিন-ই রয়েছে; যা স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য খুবই জরুরি। কলা চটকে নিয়ে এর সঙ্গে সামান্য টকদই মিশিয়ে চুলের আগায় লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁপে : পেঁপে চটকে নিয়ে এর সঙ্গে টকদই মিশিয়ে চুলের আগায় লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপের ভিটামিন সি সহজেই চুলের আগা ফাটার সমস্যার সমাধান করে।
মধু : মধু চুলের আগা নরম করে। এক চা চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ ঠান্ডা টকদই মিশিয়ে চুলের আগায় লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।