চুল তার কবেকার
লুজ বেণি স্টাইল

সেকেলে বেণিকেও স্টাইলিশ করা সম্ভব! নিজেই একটু বুদ্ধি খাটিয়ে সাদামাটা বেণিটিকে করে তুলুন প্রাণবন্ত। এ ক্ষেত্রে খুব কম সময়ে এবং ঝামেলাবিহীন লুজ বেণি স্টাইল করতে পারেন। যেকোনো পোশাকের সঙ্গে দিব্বি মানিয়ে যায় এই বেণি।
বাসায় বসে নিজেই কীভাবে এই লুজ বেণি স্টাইল করবেন সে সম্বন্ধে পরামর্শ দিয়েছেন স্টাইল লাইঞ্জের অন্যতম কর্ণধার ও চুল বিশেষজ্ঞ সাহিল খান।
যেভাবে লুজ বেণি স্টাইল করবেন
প্রথমে চুল ভালো করে ব্লোড্রাই করে শুকিয়ে নিন। এবার এক পাশে সিঁথি করুন। যেই পাশে বেশি চুল সেই পাশের কপালের দিকের অল্প অল্প চুল নিয়ে ঘাড় পর্যন্ত বেণি করুন। এবার পুরো চুল একপাশে নিয়ে বাইরের দিকে লম্বা করে পেঁচিয়ে নিচে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। এরপর হাত দিয়ে টেনে বেণিটা লুজ করে নিন। ব্যাস, খুব সহজেই হয়ে গেল লুজ বেণি স্টাইল।
পরামর্শ
১. যাদের চুল কোমড় পর্যন্ত লম্বা তাদের এই বেণিতে বেশি ভালো লাগবে।
২. এই বেণি করতে মুজ বা স্প্রে ব্যবহার করার প্রয়োজন নেই।
৩. বেণি করার আগে অবশই চুল ভালো করে শুকিয়ে নিবেন।
মডেল : অন্তরা, হেয়ারস্টাইল : সাহিল খান, ছবি : সৈয়দ অয়ন