ঈদ আয়োজনে কে-ক্র্যাফটের ‘ইয়াং কে’

তরুণ-তরুণীদের জন্য কে-ক্র্যাফট উপস্থাপন করছে তার নতুন ব্র্যান্ড ‘ইয়াং কে’। পরিবর্তনশীল ফ্যাশনধারার সঙ্গে সংগতি রেখে এর প্রোডাক্ট লাইন পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে। ট্রেন্ডি এবং সিম্পলিসিটিকে ধারণ করে ‘ইয়াং কে’ সাজিয়েছে তার প্রোডাক্ট লাইন।
ঈদ উপলক্ষে তরুণীদের জন্য রয়েছে লং কুর্তি, ব্লাউজ, গাউন ড্রেস, টিউনিক, টপস, স্কার্ট, ডেনিম ট্রাউজার্স, টুইল ট্রাউজার্স, লেগিংস, পালাজো, স্কার্ফসহ বিভিন্ন রকম অর্নামেন্টস।
আর তরুণরা কিনতে পারবেন পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম ট্রাউজার্স, টুইল ট্রাউজার্স, চিনোজ ও পাজামা।
সোবহানবাগ, বেইলি রোড, পুলিশ প্লাজা কনকর্ড ও মিরপুরের কে-ক্র্যাফটের শোরুমে ‘ইয়াং কে’র পোশাকগুলো পাওয়া যাবে।