সৌন্দর্যের বুননে ব্যস্ত কারচুপির কারিগররা

সুন্দর নকশার ঝিলিক আর সূক্ষ্ম সেলাইয়ের ছোঁয়ায় সাধারণ কাপড়ও হয়ে ওঠে শিল্পের অনন্য নিদর্শন। স্থানীয় ভাষায় একে বলা হয় কারচুপি। ওড়না, জামা বা শাড়িতে কারচুপির নকশা থাকলে পোশাকের দাম অনেক গুণ বেড়ে যায়। হাতের সূক্ষ্ম ও নিখুঁত কাজে কারচুপির কারিগরেরা একটি সাধারণ পোশাককে রূপ দেন চোখধাঁধানো সৌন্দর্যে।রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় চোখে পড়ে কারচুপির বেশ কয়েকটি ছোট ছোট কারখানা, যেখানে প্রতিদিন...