ঘরে বসেই ব্লিচ যেভাবে করবেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/22/bleach_freepik.jpg)
চট জলদি মুখে গ্লো আনতে ও পরিষ্কার ত্বক পেতে ব্লিচ করেন অনেকে। ত্বকে কালো দাগ দূর করতেও ব্লিচ ব্যবহার করা হয়। মুখে ব্লিচ করার ফলে অবাঞ্ছিত লোমও ঢেকে যায়। তবে রাসায়নিক ভাবে ব্লিচ করা ত্বকের জন্য ক্ষরিকারক। তাই ঘরে বসে কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে ব্লিচ করে নিন। এতে আপনার ত্বক থাকবে সুরক্ষিত। আপনাকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল দেখাবে।
উপাদান
১ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ দই
কয়েক ফোঁটা বাদাম তেল (ঐচ্ছিক)
একটি ছোট বাটিতে লেবুর রস, মধু এবং দই ভালভাবে একসাথে মিশ্রিত করুন। ইচ্ছা হলে মিশ্রণটিতে কয়েক ফোঁটা বাদাম তেল যোগ করুন। বাদাম তেল ত্বককে ময়েশ্চারাইজ করতে সহায়তা করতে পারে। প্রথমে মুখটি ভালভাবে পরিষ্কার করুন। এবার মিশ্রণটি আপনার মুখে প্রয়োগ করুন। চোখের চারপাশ এড়িয়ে চলুন। মিশ্রণটি আপনার মুখে প্রায় ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। একটি পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে আপনার মুখটি শুকিয়ে নিন। আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে ত্বকের ধরণের অনুযায়ী একটি ময়েশ্চারাইজার প্রয়োগ করুন।
মনে রাখবেন, লেবুর রস ত্বককে সূর্যের আলোর প্রতি আরও সংবেদনশীল করে তুলতে পারে। তাই ত্বকে লেবুর রস প্রয়োগ করলে সানস্ক্রিন প্রয়োগ করুন। বেশিক্ষণ সুর্যের আলোতে থাকবেন না। আপনি যদি কোনো জ্বালা বা অস্বস্তি অনুভব করেন তবে এটি ব্যবহার করা বন্ধ করুন।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া