ইতালিয়ান গ্রিলড স্যান্ডউইচ

ইতালিয়ান গ্রিলড স্যান্ডউইচ রেসিপিটি আপনার মুখের পানি নিয়ে আসতে বাধ্য করবে। এটি বানাতে খুবই কম সময় লাগে। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এটি একটি দুর্দান্ত খাবার। এর মূল উপাদান সবজি। তাই এটি একটি স্বাস্থ্যকর খাবার। ঘরে থাকা কিছু উপাদান দিয়েই বানিয়ে ফেলুন ইতালিয়ান গ্রিলড স্যান্ডউইচ।
উপকরণ
ব্রেড ৪টি
মোজারেলা চিজ ১০০ গ্রাম
মাখন ১ টেবিল চামচ
টমেটো ২টি (মাঝারি)
ওরেগানো ২ চা চামচ
লেটুস পাতা ৪টি
প্রস্তুত প্রণালি
প্রথমে লেটুস পাতা ও টমেটো ভাল করে ধুয়ে নিন। এরপর টমেটোগুলোকে কেটে নিন।
ব্রেড নিয়ে নিন। এতে মাখন লাগান। এরপর লেটুস পাতা রাখুন। টুকরো করে রাখা টমেটো দিয়ে দিন। ওরেগানো ছড়িয়ে দিন। এরপর কিছু মোজারেলা চিজ গ্রেট করুন।
ব্রেডের আরেকটা স্লাইস নিন। এতেও মাখন লাগান। এবার তৈরি করা স্লাইসের উপরে রাখুন। এবার স্যান্ডুউইচ গ্রিল মেশিনে ব্রেড দিয়ে দিন। সোনালী রঙে পরিণত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
স্যান্ডউইচ হয়ে গেলে পছন্দের কেচাপের সাথে এটি পরিবেশন করুন। উপভোগ করুন ইতালিয়ান গ্রিলড স্যান্ডউইচ।