ইমন-অপুর হাত ধরে ‘আর্কটিক হান্টার বাংলাদেশ’ যাত্রা শুরু

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী ইমন-অপু বিশ্বাসের হাত রাজধানীর মিরপুর কালশীতে যাত্রা করেছে ‘আর্কটিক হান্টার বাংলাদেশ’ অফিসিয়াল স্টোর। এখানে নারী, পুরুষ ও বাচ্চাদের সকল আইটেম লেডিস ব্যাকপ্যাক পাওয়া যাচ্ছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন ‘আর্কটিক হান্টার বাংলাদেশ’ এর কর্ণধার সুইম। তিনি জানান, রাজধানীর কালশী (স্টিল ব্রীজ সংলগ্ন হাতিল বিল্ডিং), ২য় তলা, ইসিবি চত্ত্বর মিরপুর ডিওএইচএস রোডে আমাদের ‘আর্কটিক হান্টার বাংলাদেশ’ অফিসিয়াল স্টোর। অপু বিশ্বাস ও ইমন দুজন গুণী মানুষ আমাদের যাত্রার শুরুতে পাশে পেলাম আমরা আনন্দিত। আশা করি আমারা ক্রেতাদের মনজয় করতে পারবো ভালো সার্ভিসের মাধ্যমে। এখানে সব বয়সের মানুষের জন্য এবং টেলিভিশন মিডিয়ার ব্যাবহারিত সকল ব্যাকপ্যাক পাবেন।