প্রতিশ্রুতি রাখার দিন আজ
আজ বুধবার (১ জানুয়ারি) ‘কমিটমেন্ট ডে’ বা ‘প্রতিশ্রুতি দিবস’। প্রতি বছরের ১ জানুয়ারি দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপনের সেরা উপায় হলো, অন্যকে দেওয়া প্রতিশ্রুতি আজ রক্ষা করুন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলে মানুষ একদিকে যেমন খুশি হয়, অন্যদিকে প্রতিশ্রুতি না রাখলে বিপরীত পাশের মানুষটি কষ্টও পায়। তাই প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই রাখার চেষ্টা করুন।
তাই, প্রতিশ্রুতি দিবস আপনার বিশেষ ব্যক্তিকে এমন প্রতিশ্রুতি দিন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। যে কোনো সম্পর্কে ওই ছোট ছোট প্রতিশ্রুতি এবং বিশ্বাসই বদলে দেয় সম্পর্কের সমীকরণ। তবে মনে রাখবেন, বিশেষ ব্যক্তিকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না, যা আপনি পালন করতে পারবেন না। মিথ্যে আশা কখনোই দেওয়া ঠিক নয়।
প্রতিশ্রুতি দিবসে বিশেষ ব্যক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পালন করে তাকে বুঝিয়ে দিতে পারেন আপনি তার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। আর সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
প্রতিশ্রুতি দিবস অনেক বছর ধরে চলে আসছে। ১৯৬০ সালে প্রথম প্রতিশ্রুতি দিবস পালন করা হয়। তাও আবার ইংরেজি নববর্ষের রেজোলিউশন হিসেবে। সেই থেকে এখনো দিবসটি উদযাপন করা হচ্ছে। আর এই দিবসটির অন্যতম উদ্দেশ্য ছিল মানুষকে নতুন বছরে তার পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়া।
অথবা বিপদে সর্বদা পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি দিতে পারেন বিশেষ মানুষকে। চলার পথে দুঃখ-সুখ সবই আসে। সুখের সময় সকলেই পাশে থাকে। কিন্তু, দুঃখের সময় অনেকে পাশে থাকে না। এই কঠিন সময় পাশে থাকার অঙ্গীকার করুন।
সূত্র : ডেজ অব দ্য ইয়ার