তেল চিটচিটে রান্নাঘর সহজে পরিষ্কার রাখবেন যেভাবে

রান্নাঘরে শুধু রান্না শেষ করলেই কাজ শেষ হয় না। রান্নার সময় পুরো রান্নাঘর নোংরা হয়ে পড়ে। দেওয়ালে লেগে যায় হলুদের দাগ, তেলের ফোপ, আর মসলার ছোপ। আসলে রান্না সময় কড়াই থেকে তেল-মশলা ছিটকে গিয়ে দেওয়ালে দাগ লাগা স্বাভাবিক বিষয়। কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছলেও সেই দাগ সহজে ওঠে না। চলুন জেনে নেওয়া যাক এমন পরিস্থিতিতে আপনি কী ঘরোয়া উপায় অবলম্বন করেন?
লেবুর রস
রান্নাঘরের দেওয়াল থেকে তেল-মসলার দাগ তুলতে সাহায্য নিন লেবুর রসের। দেওয়ালে যেখানে যেখানে দাগ লেগেছে, সেখানে পাতিলেবুর রস লাগিয়ে দিন। ৩০ মিনিট পর ভিজে কাপড় দিয়ে মুছে নিন। যেকোনও দাগ দূর করতে সক্ষম লেবুর রস। রান্নাঘরে টাইলসের পাশাপাশি স্ল্যাব পরিষ্কার করার ক্ষেত্রেও এই টোটকা কাজে লাগাতে পারেন।
বেকিং সোডা
রান্নাঘরের দেওয়াল থেকে তেল, মসলার দাগ তুলতে বেকিং সোডার সাহায্য নিতে পারেন। বেকিং সোডার সঙ্গে অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এটি দেওয়ালে দাগের উপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর বাসন মাজার স্ক্রাব দিয়ে ঘষে নিন এবং ভিজে কাপড় দিয়ে মুছে নিন। এতে দেওয়ালের সমস্ত দাগ উঠে যাবে। বাসনের থেকে দাগ তুলতেও এই টোটকার সাহায্য নিতে পারেন।
কর্নফ্লাওয়ার
বেকিং সোডার মতো অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলে দাগছোপের উপর মাখিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর স্ক্রাবার দিয়ে ঘষে মুছে নিন। এতেও রান্নাঘরের দেওয়ালে লাগা তেল-মসলার দাগ পরিষ্কার হয়ে যাবে। এ ছাড়া গরম পানির সঙ্গে বাসন মাজার তরল সাবান মিশিয়েও রান্নাঘরের স্ল্যাব ও টাইলস পরিষ্কার করতে পারেন।