১৪ হাজার রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/17/2022-03-16t150939z_1312679048_rc2o3t9p03pb_rtrmadp_3_ukraine-crisis.jpg)
যুদ্ধে অংশ নেওয়া একদল ইউক্রেনীয় সৈন্য। ছবি : রয়টার্স
ইউক্রেনে চলমান যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে এমন দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টাতে প্রাণ হারিয়েছেন ২০০ সেনা।
ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৪৪৪টি ট্যাংক, এক হাজার ৪৩৫টি সামরিক যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন, তিনটি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী। এতে বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক এবং উচ্চ মাত্রার লড়াইয়ের কারণে যাচাইকরণ ছিল ‘জটিল’।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/03/17/capture_1.jpg 687w)
এর আগে গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। এসব দাবির কোনটাই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।