ইউক্রেনের কৃষিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/24/roman_leshchenko.jpg)
ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর এক সহযোগী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে এর কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।
ওই সহযোগী জানান, পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তা নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে। বৃহস্পতিবারই তা অনুষ্ঠিত হতে পারে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর এক মাসের মাথায় রোমান লেশচেঙ্কোর পদত্যাগে আগ্রহের খবর সামনে এসেছে। এই আগ্রাসনের কারণে ইউক্রেনের বসন্তে বীজ বপন আক্রান্ত হয়েছে। পাশপাশি ইউক্রেনের কৃষি পণ্য রপ্তানির সক্ষমতাও কমেছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/03/24/capture_0.jpg 687w)
এই সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমান লেশচেঙ্কো জানান, গত বছরের তুলনায় এই বছর ইউক্রেনে আবাদ করা কৃষি জমির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। তিনি জানান, রুশ আগ্রাসন শুরুর আগে ইউক্রেন দেড় কোটি হেক্টর জমিতে আবাদের পরিকল্পনা করলেও মাত্র ৭০ লাখ হেক্টর জমিতে আবাদ করা গেছে।
বিশ্বের অন্যতম বড় কৃষি পণ্যের উৎপাদক ও রপ্তানিকারক দেশ ইউক্রেন। সহিংসতার কারণে ২০২২ সালে উৎপাদন মারাত্মক ব্যহত হতে পারে এবং আগামী অর্থবছরে রফতানিও কমে যেতে পারে।