ইউরোপের আরেকটি দেশে ছড়াতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/27/1752.jpg)
মলদোভার ট্রান্সনিস্ট্রিয়ায় গতকাল মঙ্গলবার কয়েকটি বিস্ফোরণের পর সেখানে নতুন করে উত্তেজনা বেড়েছে। এমন বাস্তবতায় রাশিয়ার একজন মন্ত্রী মলদোবার বিচ্ছিন্নতাবাদী এ অঞ্চলটির ইউক্রেন যুদ্ধে জড়ানোর বিষয়টি উড়িয়ে দেননি।
এদিকে মলদোবার প্রেসিডেন্ট মাইয়া সান্দু দেশটির জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এমন পরিস্থিতিতে চলমান ইউক্রেন যুদ্ধে আরেকটি ইউরোপীয় দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেঙ্কো মঙ্গলবার বলেছেন, ট্রান্সনিস্ট্রিয়াতে সর্বশেষ বিস্ফোরণে উদ্বিগ্ন মস্কো। ট্রান্সনিস্ট্রিয়াকে যুদ্ধে জড়ানো লাগে এমন পরিস্থিতি এড়িয়ে চলতে চেষ্টা করবে রাশিয়া।
মস্কোতে সাংবাদিকদের তিনি বলেন, অঞ্চলটিতে বিস্ফোরণ পরিস্থিতি ইঙ্গিত দেয় নির্দিষ্ট শক্তি এই হামলার নেপথ্যে রয়েছে। তারা ইউরোপে আরেকটি উত্তেজনাপূর্ণ অঞ্চল তৈরি করতে চায়।
রুশ মন্ত্রী আরও বলেন, ‘বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হবে। আমরা আশা করি, বিস্ফোরণের কারণ জানা যাবে এবং জড়িতদের শাস্তি দেওয়া হবে।’
ট্রান্সনিস্ট্রিয়া নিয়ন্ত্রণ করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। অঞ্চলটিতে রাশিয়ার দেড় হাজার স্থায়ী সেনা রয়েছে। ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে বিশাল অস্ত্র গুদাম।
বিস্ফোরণের ঘটনায় মলদোবার প্রেসিডেন্ট মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর রুশ মন্ত্রী এসব কথা জানালেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/27/capture_6.jpg)
মঙ্গলবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার রেডিও সম্প্রচারে ব্যবহৃত দুটি অ্যান্টেনা বিস্ফোরিত হয়েছে। এর আগে সোমবার অজ্ঞাত হামলাকারীরা অঞ্চলটির টিরাসপোলে নিরাপত্তা মন্ত্রণালয়ে গোলাবর্ষণ করে।
নিরাপত্তা পরিষদের বৈঠকের পর মলদোবার প্রেসিডেন্ট বলেছেন, ট্রান্সনিস্ট্রিয়ার নির্দিষ্ট অজ্ঞাত শক্তি যুদ্ধের পক্ষের এবং অঞ্চলটিতে অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে চায়।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছিলেন, ট্রান্সনিস্ট্রিয়াতে বিস্ফোরণের ঘটনায় তিনি উদ্বিগ্ন।