সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়বে বাংলাদেশ-সৌদি আরব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/07/photo-1452148013.jpg)
সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে একজোট হয়ে লড়াই করবে বাংলাদেশ। গতকাল বুধবার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গে বৈঠকে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞার কথা জানান।
বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার পারস্পরিক সম্পর্কের কথা আলোচনা করেন। এ ছাড়া সংস্কৃতি, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও মত দেন তাঁরা।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলার নিন্দা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই হামলাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশে অবস্থান করা অন্য দেশের কূটনীতিক ও কনস্যুলারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের সরকারের।’
এ সময় সৌদি বাদশাহ সালমানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে যেকোনো সময় শেখ হাসিনা সৌদি আরব সফর করতে পারেন বলেও জানান তিনি।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে এ মুহূর্তে দেশটিতে অবস্থান করছেন আবুল হাসান মাহমুদ আলী।
বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, ডেপুটি অব মিশন নজরুল ইসলাম, জেদ্দার কনস্যুল জেনারেল শহীদুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।