নাইজেরিয়ায় পার্ক থেকে আইনপ্রণেতার কাটা মাথা উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/23/nigeria.jpg)
নাইজেরিয়ার এক নিখোঁজ আইনপ্রণেতার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে দেশটির পুলিশ। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনমব্রা রাজ্যে ওই আইনপ্রণেতা নিখোঁজ হয়েছিলেন। একটি পার্ক থেকে তাঁর বিচ্ছিন্ন মাথা উদ্ধারের কথা গতকাল রোববার জানায় স্থানীয় পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার আইনপ্রণেতার নাম ওকেচুকু ওকোয়ে। তিনি আনমব্রা রাজ্য পরিষদের আইনপ্রণেতা ছিলেন।
১৫মে এক সহযোগীসহ নিখোঁজ হন ওকেচুকু। গত শনিবার রাতে স্থানীয় একটি পার্কে তাঁর বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। আনমব্রা রাজ্য পুলিশের মুখপাত্র এ তথ্য জানান।
পুলিশের ওই মুখপাত্র বলেন, আইনপ্রণেতা ওকেচুকুকে খুন করা হয়েছে। তাঁর বিচ্ছিন্ন মাথা পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/05/23/nigeria-capture.jpg)
ওকেচুকুর খুনিদের ব্যাপারে তথ্য দিতে পারলে ১০ মিলিয়ন নাইজেরিয়ান নাইরা পুরস্কার ঘোষণা করেছেন আনমব্রা রাজ্যের গভর্নর।
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা রয়েছে। রাজ্যটিতে বিচ্ছিন্নতাবাদীরা হত্যা-অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ দেশটির সরকারের।