খুলনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/01/khulna.jpg)
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় আজ বুধবার সকালে বাস, মোটরসাইকেল ও ভ্য্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান।
নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবু ওসমান (৩২)। অপর জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে খুলনা অভিমুখী একটি মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন দুজন।
ফায়ার সার্ভিসের ডুমুরিয়া স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। নিহত দুজনের লাশ থানা হেফাজতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।