সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/06/shaahbaaj.jpg)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে আজ সোমবার সকালে এক টুইটে তিনি বাংলাদেশের চট্টগ্রামে ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেন।
শাহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা শুনে আমি মর্মাহত। বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’