দক্ষিণ আফ্রিকার নৈশক্লাবে মিলল ২০ মরদেহ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/26/d.jpg)
দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী ভেকি সেলে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন শহরের একটি নৈশক্লাবে অন্তত ২০ জনের মরদেহ পাওয়া গেছে। আজ রোববার সকালে ইস্ট লন্ডনের ইনয়বেনি তাভেম এলাকার নৈশক্লাব থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন আহত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার তেম্বিনকোসি কিনানা বলেছেন, ‘আমরা এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাই না। তবে, নিহতদের বেশিরভাগ ১৮ থেকে ২০ বছর বয়সী।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/06/26/dsd.jpg)
প্রদেশের প্রধানমন্ত্রী অস্কার মাবুয়ানে এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘অবিশ্বাস্য, তারা একদমই অসুস্থ নয়, এসব তরুণেরা এখন পরিবারের সঙ্গে শীতকালীন ছুটি উপভোগ করার কথা, এভাবে তাদের জীবন হারানোর কথা নয়।’