ইথিওপিয়ায় সুদানের ৭ সেনার মৃত্যুদণ্ড কার্যকর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/27/sudan.jpg)
সুদানের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
ইথিওপিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নিজেদের সাত সেনা ও এক বেসামরিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ এনেছে সুদানের সেনাবাহিনী। ঘটনা এখানেই শেষ নয়, তাদের মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখে ইথিওপিয়ার সেনাবাহিনী। আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
সুদানের সামরিক বাহিনী রোববার এক বিবৃতিতে ইথিওপিয়ার এ ধরনের কর্মকাণ্ডের ‘উপযুক্ত প্রতিক্রিয়ার’ প্রতিশ্রুতি দিয়েছে। তবে সুদানের সেনাবাহিনীর এ অভিযোগ নিয়ে ইথিওপিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/06/27/sudan-capture.jpg)
সাম্প্রতিক বছরগুলোয় ইথিওপিয়ার উত্তর তিগ্রেই অঞ্চলের সংঘাত এবং নীল নদের ওপর ইথিওপিয়ার বিশাল জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশের সীমান্ত এলাকায় সংঘাত লেগেই থাকে।