জর্ডানে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ১০, আহত ২৫১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/27/jrddaan.jpg)
জর্ডানে গ্যাস লিকেজের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ থেকে ছবিটি ব্যবহার করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ছবি : সংগৃহীত
জর্ডানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজে অন্তত ১০ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছে। জর্ডানে রাষ্ট্রীয় আল-মামলাকা টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ তথ্য জানায়।
ট্যাংকারে করে বিষাক্ত গ্যাস নিয়ে যাওয়ার সময় তা লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা বিভাগ।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/06/27/jrddaan-insaartt.jpg 687w)
আজ সোমবারের এ ঘটনায় স্থানীয় লোকজনকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে। আহত ২৫১ জনের মধ্যে ১৯৯ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় আল-মামলাকা টিভি।