বন্যাদুর্গত মানুষের মাঝে বিএনপিনেতা প্রিন্সের ঈদ উপহারসামগ্রী বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/11/220710_mymen_prince_eid_upokoron_bitoron.jpg)
ময়মনসিংহে বন্যাদুর্গত মানুষের মধ্যে কোরবানির গোশত, বস্ত্রসহ ঈদের উপহারসামগ্রী বিতরণ বিতরণ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার ঈদের দিন এজন্য আলাদা গরু কোরবানি করা হয়। পরে ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে কোরবানির গোশতসহ উপহারসামগ্রী এবং বৃদ্ধ, নারী ও শিশুদের জন্য ঈদের নতুন পোশাক বিতরণ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জনগণকে স্বচ্ছন্দে ঈদ উদ্যাপন করাতে সরকারের কোনো উদ্যোগ নেই। জনগণের কাছে এবারের ঈদ তীব্র কষ্টকর ও নিরানন্দ। ভয়াবহ বন্যায় মানুষ দুর্দশাগ্রস্ত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, বিদ্যুতের অভাবে মানুষ দিশেহারা। অন্যদিকে, গণতন্ত্র ও অধিকারহীন দুঃশাসনের কবলে মানুষ অতিষ্ঠ।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/07/11/220710_mymen_prince_eid_upokoron_bitoron_2.jpg 687w)
পাহাড়ি ঢলের পানি এবার দীর্ঘ সময় আটকে থাকায় পুরাকান্দুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, ফসলের জমি, মৎস্য খামার ডুবে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। পানি সরতে থাকলেও মানুষের দুর্দশা আরও বেড়ে গেছে বলে দাবি করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।