চীনগামী ২৬টি ফ্লাইট বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্র
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/26/u.s.jpg)
যুক্তরাষ্ট্র থেকে চীনগামী চারটি চীনা এয়ারলাইনস কোম্পানির মোট ২৬টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। খবর রয়টার্সের।
কোভিড-১৯ পরিস্থিতির কথা বলে চীন সরকার মার্কিন এয়ারলাইনসের ২৬টি ফ্লাইট বাতিল করার পর বৃহস্পতিবার এমন ঘোষণা দিল ওয়াশিংটন।
মার্কিন পরিবহন মন্ত্রণালয় বলছে, সম্প্রতি কোভিডের কারণে চীনে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসের ২৬টি ফ্লাইট বাতিল করা হয়। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের এমন সিদ্ধান্তের কারণে চিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ২৬টি ফ্লাইট বাতিল হয়ে যাবে। ৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এসব ফ্লাইট চলাচলের কথা ছিল।
বাতিল হওয়া চীনা ফ্লাইটগুলোর মধ্যে ১৯টি লস অ্যাঞ্জেলেস থেকে এবং সাতটি নিউইয়র্ক থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/08/26/u.s_0.jpg)
ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করা হয়নি।