ইতালির রোমে বন্দুকধারীর গুলিতে ৩ নারী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/12/italy-condo-meeting-shooting-1.jpg)
ইতালির রাজধানী রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন নারী নিহত হয়েছে। ছবি : সংগৃহীত
ইতালির রাজধানী রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন নারী নিহত হয়েছে। ইতালির সংবাদমাধ্যম রোববার জানিয়েছে, অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের একটি বৈঠকে এক ব্যক্তি বন্দুক বের করে গুলিবর্ষণ শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির পর বন্দুকধারী ৫৭ বছর বয়সি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফিদেন জেলার একটি পানশালায় এই বৈঠক চলছিল।
একজন প্রত্যক্ষদর্শী ইতালীয় বার্তা সংস্থা আনসাকে বলেছেন, হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, চিৎকার করে বলে ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর গুলিবর্ষণ শুরু করে।
গুলিবর্ষণে আরও চার ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর।
অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজন একটি স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের কমিটির সঙ্গে তার দীর্ঘ বিরোধ রয়েছে।