ম্যাকার্থি বলছেন প্রতিনিধি পরিষদের স্পিকার হতে তার পক্ষে ভোট রয়েছে
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ১৫০ বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার মধ্যে কেভিন ম্যাকার্থি বলেছেন যে প্রতিনিধি পরিষদের স্পিকার হতে এখন তার প্রয়োজনীয় সমর্থন রয়েছে।
কংগ্রেসের নিম্ন কক্ষে তার দল রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও গত চারদিনে ১৩ দফা ভোটাভুটিতে ম্যাকার্থি জয়লাভ করতে পারেননি।
২০ জনের মধ্যে ১৫ জন তাকে সমর্থন করে ভোট পরিবর্তন করলেও ছয়জন তার বিরুদ্ধে অবস্থান নেন। স্পিকারের এই পদ ভাইস প্রেসিডেন্টের পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর। খবর বিবিসির।
১৩ দফার ভোট শেষে কংগ্রেসের নিম্নকক্ষের অধিবেশন মূলতবি হলে ম্যাকার্থি সাংবাদিকদের জানান যে, তার পক্ষে ভোট রয়েছে। ১২ দফার ভোটাভুটি শেষে ম্যাকার্থি ১৪ জন রিপাবলিকানকে তার পক্ষে ভোট দিতে রাজী করাতে পেরেছিলেন। তবে এখন পর্যন্ত ক্যালিফোরনিয়ার এই কংগ্রেসম্যানের জয়ের জন্য ২১৭টি ভোটের মধ্যে তিনটি কম রয়েছে।
এদিকে কংগ্রেসে সংখ্যালঘু ডেমোক্রেটরা একতাবদ্ধ হয়ে প্রথম কালো ব্যক্তি হিসেবে নিউ ইয়র্কের হাকিম জেফ্রিসকে তাদের নেতৃত্ব দিতে ভোট দিয়েছে। তবে ৪৩৫ আসনের চেম্বারে তিনি স্পিকার হতে পারবেন কীনা সে বিষয়ে সম্ভাবনা খুবই কম রয়েছে। শুক্রবার ম্যাকার্থির ভোটের সংখ্যা জেফ্রিসের ভোটকে ছাড়িয়ে যায়।
নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা অনেক কম আসনের ব্যবধানে হলেও প্রত্যাশিতভাবেই ২২২-২১২ সংখ্যায় প্রতিনিধি পরিষদে জয়লাভ করে। তবে সিনেটে ডেমোক্র্যাটরা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে।