নতুন পারমাণবিক ওয়ারহেড উন্মোচন উত্তর কোরিয়ার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/28/koriyyaa.jpg)
ক্ষুদ্রাকৃতির পারমাণবিক ওয়ারহেড উন্মোচন করেছে উত্তর কোরিয়া। নিজেদের অস্ত্রাগারকে সমৃদ্ধশীল করতে আরও ওয়ারহেড তৈরি করতে চায় দেশটি। আজ মঙ্গলবার (২৮ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। মহড়ার জন্য দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পৌঁছানোর পরই পিয়ংইয়ং এ তথ্য জানাল। খবর রয়টার্সের।
ওয়ারহেডের কয়েকটি ছবি প্রকাশ করেছে কেসিএনএ। ওই ছবিগুলোতে দেখা যায়, ওয়ারহেডগুলো হাওসান-৩১এস মডেলের। আর দেশটির শীর্ষ নেতা কিম জন উং নিউক্লিয়ার ওয়েপন ইনস্টিটিউট পরিদর্শন করছেন। সেখানে তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ওয়ারহেড বসানোর প্রযুক্তি ও পারমাণবিক আক্রমণের পরিকল্পনা দেখেন।
কেসিএনএ-তে প্রকাশিত ছবিগুলো বিশ্লেষণ করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, ওয়ারহেডগুলো বেশ ক্ষমতাশালী। তবে, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বহনে এগুলো খুব ছোট।
সিউল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কুন ইউ সু বলেন, ‘ছোট ওয়ারহেডগুলো আরও শক্তিশালী। এটি উদ্বেগজনক।’ ২০১৬ সালের ওয়ারহেডগুলোর সঙ্গে এবারেরগুলোর তুলনা করছেন এই ইমিরেটস।
বর্তমানে কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা দক্ষিণ কোরিয়ার সাবেক নৌ কর্মকর্তা কিম ডং-ইউপ বলেন, ‘আটটি ভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য ওয়ারহেডগুলো ডিজাইন করা হয়েছে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/03/28/koriyyaa-in.jpg)
কেসিএনএ বলেছে, কিম জং উন পারমাণবিক অস্ত্রাগারকে দ্রুত বাড়াতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শক্তিশালী অস্ত্র তৈরি করতে দূরদর্শী উপায়ের কথা বলছেন।