পাওনা ১০০ টাকার জন্য বন্ধুকে খুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/10/mymensingh-death-pic.jpg)
পাওনা ১০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। আজ সোমবার (১০ এপ্রিল ) সন্ধ্যায় ময়মনসিং নগরীর আকুয়া দক্ষিণপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বন্ধুর নাম নাহিদ (২৫)। তিনি ওই এলাকার দুস মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় নামে হৃদয় নামে এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হৃদয় ও নিহত নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তাঁরা এক সঙ্গে চলাফেরা করতেন। নাহিদের কাছে ১০০ টাকা পেতেন হৃদয়। সেই পাওয়া ১০০ টাকা নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি।