ইউক্রেনের বাখমুতে আরও ২ ব্লক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/23/raashiyyaa.jpg)
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে আরও অগ্রগতির দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, ‘বাখমুতের আরও বেশ কয়েকটি এলাকা আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’ তবে, এখনও ছোট শহরটিতে দুপক্ষের তীব্র লড়াই চলছে। আজ রোববার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই দুদেশের সঙ্গে যুদ্ধ বাধে। ১৪ মাসে পা ফেলা এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে বাখমুতেই। চলমান যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি।
রাশিয়া বলছে, বাখমুতের নিয়ন্ত্রণ নিতে পারলে পূর্ব ইউক্রেনে আরও আক্রমণ চালানো যাবে। রয়টার্স বলছে, বাখমুতে যদি রুশ বাহিনী সফল হয়, তাহলে ক্রামতোর্স্ক ও স্লোভিয়ানস্কের নিকটবর্তী শহরগুলোতে তীব্র লড়াইয়ের মুখোমুখি হতে পারে তারা।
আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের বাহিনী পশ্চিম বাখমুতের দুটি ব্লকের নিয়ন্ত্রণ নিয়েছে। উত্তর ও দক্ষিণ আকাশ পথ দিয়ে আমাদের বিমান বাহিনী এতে সাহায্য করেছে।
ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে রাশিয়ার হয়ে যুদ্ধ করা ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের দাবি, বাখমুতের ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে, বিষয়টি অস্বীকার করছে কিয়েভ। বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/04/23/raashiyyaa-iin.jpg)
এদিকে, দিনিপ্রো নদীর পূর্বাংশে ইউক্রেনীয় বাহিনী অবস্থান নিয়েছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক। তবে, তথ্যটি ভুল বলে দাবি করছে খেরসনে মস্কো নিযুক্ত গভর্নর।