ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/28/ukrane.jpg)
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত আটজন নিহত হয়েছে। খবর বিবিসির।
দেশটির কর্মকর্তারা জানান, মধ্যাঞ্চলীয় উমান শহরের আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ছয়জনের প্রাণহানি ঘটে এবং আহত ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দিনিপ্রোতে একজন নারী এবং তার তিন বছর বয়সী মেয়ে নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ইউক্রেনের ক্রেমেনচুক ও পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান বলেন, গত ৫১ দিনের মধ্যে রাজধানীতে এটিই প্রথম রুশ ক্ষেপণাস্ত্র হামলা। তাৎক্ষণিকভাবে রাজধানীতে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
ইউক্রেনের কর্মকর্তারা টেলিগ্রাম পোস্টে বলেন, রাশিয়ার ছোড়া ২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে গুলি করে নামানো হয়েছে।
ইউক্রেনের স্টেট বর্ডার সার্ভিসের টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হামলার পর উমানে একটি আবাসিক ভবন অত্যন্ত বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/04/28/iside.jpg)
যখন বলা হচ্ছিল ইউক্রেনের বাহিনী পশ্চিমা মিত্রদের দেওয়া ট্যাংকসহ নতুন সরঞ্জাম দিয়ে সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এমন এক সময়ে রাশিয়া এ হামলা চালাল।