অ্যাশেজ
ইংল্যান্ডের টার্গেট ২৫১, অস্ট্রেলিয়ার ১০ উইকেট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/09/ashes.jpg)
নাটক জমিয়ে তুলতে গতকাল শনিবার (৮ জুলাই) তৃতীয় দিনের শেষ বিকেলে অস্ট্রেলিয়া সুযোগ পেয়েছিল পাঁচ ওভার। ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট মিলে বিপদ আসতে দেননি। ২৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ রানে দিন শেষ করে তারা।
অ্যাশেজে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে হেডিংলিতে আজ রোববার (৯ জুলাই) ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন আরও ২২৪ রান। অস্ট্রেলিয়ার ১০ উইকেট। দুই দলের হাতেই আছে পুরো দুই দিন।
এর আগে চার উইকেটে ১১৬ রানে গতকাল তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। ইংলিশ বোলারদের সামনে নিয়মিতই পরাস্ত হতে হয়েছে অসি ব্যাটারদের। নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া অলআউট হয় ২২৪ রানে। অসিদের রান ২০০ পার হয় ট্রাভিস হেডের ৭৭ রানে ভর দিয়ে।
এর আগে প্রথম ইনিংসে অসিদের ২৬৩ রানের জবাবে ইংলিশরা থামে ২৩৭ রানে অলআউট হয়ে। ২৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে অলআউট হলে লিড হয় ২৫০ রানের। ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫১ রানের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে ৩৯ রান।
সিরিজের প্রথম দুই টেস্টেই হেরে যাওয়ায় সিরিজ ঘরের মাঠে এই জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে।