তনু হত্যাকাণ্ডে এক সাক্ষীকে পিবিআইয়ে তলব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/24/tnu.jpg)
২০১৬ সালের ২০ মার্চে পাওয়া যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনুর মরদেহ। পরে, হয় হত্যা মামলা। এবার সেই মামলার এক সাক্ষীকে তলব করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
লাইজু জাহান নামে ওই সাক্ষীকে আগামী ৩ আগস্ট সকাল ১০টায় কুমিল্লা নগরের হাউজিং এস্টেট পিবিআই কুমিল্লা দপ্তরে হাজির হতে বলা হয়েছে।
১৯ জুলাই ইস্যু করা ফৌজদারি কার্যবিধি-১৬০ ধারা মোতাবেক এক চিঠিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মুজিবুর রহমান লাইজুকে তলব করেন। ওই চিঠিতে বলা হয়েছে, আপনাকে এই মর্মে নোটশ প্রদান করা যাচ্ছে যে, আপনি এই মামলার সাক্ষী। মামলার ঘটনাস্থলে সোহাগী জাহান তুনর মৃতদেহ পাওয়া গেছে। ওই ঘটনা সংক্রান্ত সাক্ষী হিসেবে আপনাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এজন্য আপনাকে আগামী ৩ আগস্ট সকাল ১০ টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্যদানের অনুরোধ করা যাচ্ছে।
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের ঝোপজঙ্গল থেকে সোহাগীর লাশ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় ২১ মার্চ বিকেলে তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।