আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার বাবর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/12/babar.jpg)
ব্যাট হাতে আগস্ট মাসটা দারুণ কেটেছে বাবর আজমের। গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুটি অর্ধশতক করা বাবর নেপালের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে এশিয়া কাপের আসর শুরু করেন। ব্যাট হাতে এত ধারাবাহিক থাকার পুরস্কারই এবার পেলেন পাকিস্তান অধিনায়ক। আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার হয়েছে বাবর আজম।
আজ মঙ্গলবার মাস সেরা ক্রিকেটারের তালিকা প্রকশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে স্বদেশি শাদাব খান ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে পেছনে ফেলে সেরা হয়েছেন বাবর আজম। আর নারী বিভাগে সেরা হয়েছেন আইরিশ পেসার আরলিং কেলি।
পাকিস্তান অধিনায়ক বাবরের ব্যাট যেন হেসেই চলেছে। আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুই অর্ধশতক করেন তিনি। এরপর ঘরের মাঠে এশিয়া কাপ শুরু করেছেন নেপালের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি দিয়ে। ম্যাচে ১৩১ বলে ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাবর। যেটি ওয়াডেতে তার ১৯তম শতক। এর আগেও দু’বার মাস সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন বাবর।
এ ছাড়া সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার হলেন শাদাব খান। তরুণ এই অলরাউন্ডার আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট ও বল হাতে রেখেছেন কার্যকরী ভূমিকা। দ্বিতীয় ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরা। এশিয়া কাপের শুরুটাও শাদাব করেন চমৎকারভাবে। বল হাতে নেপালের বিপক্ষে ২৭ রানে নেন চার উইকেট।
এ ছাড়া সেরা তিনে সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান। আগস্টে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পুরান ছিলেন আপন আলোয় উজ্জ্বল। তাতে ছয় বছর পর ভারতকে সিরিজ হারিয়েছে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচে ১৪১.৯৩ গড়ে ১৭৬ রান করেন পুরান। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরাও।