কুয়েতে মুজিবনগর দিবস পালন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/21/photo-1461259088.jpg)
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য শুনছেন শ্রোতারা। ছবি : এনটিভি
কুয়েতে পালন করা হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে গত ১৭ এপ্রিল রোববার বিকেলে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম সচিব এম এ আনিসুজ্জামানের সঞ্চালনায় চার্য দ্য অ্যাফেয়ার্স কাউন্সিলর এস এম মাহবুবুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়। ঐতিহাসিক মুজিবনগর সরকারের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত প্রবাসীরা। এ সময় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, কুয়েত প্রবাসী মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।