আর্জেন্টিনার হারের পর আলোচনায় মার্টিনেজের কাণ্ড!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/11/afp_20240705_2160657032_v3_highres_argentinavecuadorconmebolcopaamericausa2024.jpg)
লম্বা সময় পর হারের মুখ দেখল আর্জেন্টিনা। সর্বশেষ গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল আলবিসেলেস্তারা। এরপর বেশ কয়েক ম্যাচে অপরাজিত থেকে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেমেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে, এবার আর জয়ের ধারা ধরে রাখতে পারল না তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ হেরে মেজাজ হারিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ম্যাচের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন মার্টিনেজ। যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ম্যাচের পর দেখা যায় এমন দৃশ্য। হারের পর ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন মার্টিনেজ। তখন সামনে ক্যামেরা দেখেই মেজাজ হারিয়ে সেটাকে থাপ্পড় মেরে বসেন এই তারকা গোলরক্ষক। সেই সময় লাইভে থাকায় এই দৃশ্য সবার নজরে আসে।
অবশ্য এই ম্যাচে ছন্দে দেখা যায়নি মার্টিনেজকে। একে তো বিতর্কিত সেই পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, এর ওপর চেষ্টা করেও তা ফেরাতে পারেননি। অসন্তুষ্ট দেখা যায় মার্টিনেজকে। অবশ্য এমন ঘটনা এই প্রথম নয় এর আগে গত বছরের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়েছিলেন তিনি। সবমিলিয়ে মাঠের পারফরম্যান্সে যতটা দ্যুতি ছড়ান তিনি, ঠিক ততটাই মাঠের বাইরের নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচনার জন্মও দেন।