বাড্ডায় বাসচাপায় নারী নিহত, সহকর্মীদের সড়ক অবরোধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/10/09/accident-ntv.jpg)
রাজধানীর বাড্ডার প্রগতি সরণি সড়কে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় আইরিন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ।
নিহত নারী নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে, চালক ও হেলপারকে খুঁজে পায়নি তারা।
পুলিশ জানায়, এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগে আসা ও যাওয়ার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস জানান, বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
মো. আব্বাস বলেন, ‘দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করে। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছে। যান চলাচল আবার স্বাভাবিক হয়ে গেছে।’