সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজন নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/01/photo-1462096146.jpg)
ওমরাহ হজ পালন শেষে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে মক্কা থেকে ৫০ কিলোমিটার দূরে মক্কা-মদিনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বাসিন্দা।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, কাবা শরিফে ওমরাহ পালন শেষে পরিবারের সবাইকে নিয়ে নিজ কর্মস্থল আল-খোবার শহরে ফিরছিলেন বশির আহমদ মীর (৪০)। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। মক্কা-মদিনা মহাসড়কে পৌঁছানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বশির, তাঁর বাবা মোহাম্মদ সিদ্দিক মীর ও মেয়ে মরিয়ম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বশিরের মা এবং তাঁর আরেক সন্তান। তাঁদের অবস্থাও গুরুতর।
বশিরের বাড়ি কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বানপোরা রোডে। তিনি সৌদির এক ব্যবসা প্রতিষ্ঠানে এইচআর ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তাঁর এক বন্ধু জানিয়েছেন, ওমরাহ হজ পালনের জন্য পরিবারের সদস্যদের এবার সৌদিতে নিয়ে গিয়েছিলেন বশির।