সূচক কমলেও বেড়েছে লেনদেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/27/dse-.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২৭ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দুই পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন বেড়ে আজ ৩৪৪ কোটি টাকার ঘরে চলে এসেছে। আগের কর্মদিবস রোববারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
জানা গেছে, গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৪৫ লাখ টাকা। আজ সোমবার লেনদেন হয়েছে ৩৪৪ কোটি তিন লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৮ হাজার ৭১৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার মূলধন ছিল ছয় লাখ ৫৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪০টির ও কমেছে ১৭৮টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৮১টির।
এদিন ডিএসইএক্স দুই দশমিক ৩২ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৩০ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৩২ দশমিক ৩৮ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৪ দশমিক ৮০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫০ দশমিক ১৭ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাটারির ১০ কোটি এক লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ৯ কোটি ৬৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের সাত কোটি ২১ লাখ টাকা, এডিএন টেলিকমের সাত কোটি ১৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৫৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ছয় কোটি ২৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের পাঁচ কোটি ৯৭ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের পাঁচ কোটি ৮৩ লাখ টাকা এবং ইস্টার্ন হাউজিংয়ের পাঁচ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক শূন্য এক শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।