রাজশাহীর বোলিং তোপে অল্পতে থামল সিলেট
বিপিএলের চলতি আসরে সবচেয়ে আলোচিত দল রাজশাহী কিংস। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে বিতর্কিত দলটি গত তিন ম্যাচে মাঠের পারফরম্যান্সে সবাইকে রীতিমত অবাক করেছে। প্লে-অফের দৌড়ে থাকা তাসকিনরা নিজেদের শেষ ম্যাচে সিলেটকে গুটিয়ে দিল মাত্র ১১৭ রানে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে সিলেট। ব্যাট হাতে সর্বোচ্চ ২৫ রান করেন ব্যাটার আহসান ভাটি। রাজশাহীর হয়ে বল হাতে ১৫ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন এস এম মেহরব। ৩টি উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরি। যিনি গতকাল রংপুরের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। টেবিলের তলানীতে থাকা দলটির দুই ওপেনার আরিফুল হক ও সামিউল্লাহ সিনওয়ারি স্কোরবোর্ডে ১৭ রান তুলতেই ফেরেন সাজঘরে। একই ওভারে ফেরেন আরিফুল-সিনওয়ারি। আরিফুল ৭ ও সিনওয়ারির ব্যাট থেকে আসে ৯ রান।
পরের ওভারেই ফেরেন আরেক ব্যাটার সাজ্জাদুল হক। যার ফলে মাত্র ১৯ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় সিলেট। এমন কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন জাকের আলী ও জাকির হাসান। এই দুই ব্যাটার মিলে গড়েন ৩৯ বলে ৩৯ রানের জুটি। তবে, ব্যক্তিগত ২৪ রানের জাকিরের বিদায়ের পর দ্রুত আরও ৪ উইকেট হারায় দলটি। ৭২ রানে ৮ উইকেট হারিয়ে রীতিমত ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। তবে, লেজের সারির ব্যাটারদের চেষ্টায় লড়াকু পুঁজি পায় দলটি।
এর আগে, নানা নাটকীয়তার পর মাঠে ফেরেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। এদিন একাদশে দেখা যায় দুই ক্রিকেটারকে। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুই বিদেশিকে নিয়ে নেমেছে দলটি। একাদশে ফিরেছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার রায়ার্ন বুর্ল ও আফগানিস্তান পেসার আফতাব আলম।