কাজাখস্তানে দাঙ্গায় নেতৃত্ব দেওয়ায় ৪৫ জনের কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/27/kaajaakhstaan.jpg)
কাজাখস্তানে দাঙ্গায় নেতৃত্ব দেওয়ার দায়ে ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) দেশটির অন্যতম শহর আলমাতির একটি আদালত এই দণ্ডাদেশ দেন। আদালত বলেন, সহিংসতার মধ্যে কাজাখস্তানের ক্ষমতা দখল করা ছিল দাঙ্গায় নেতৃত্ব দানকারীদের মূল উদ্দেশ্য। খবর এএফপির।
কাজাখস্তানে ২০২২ সালের জানুয়ারিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হয়। একপর্যায়ে এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়, যা দেশজুড়ে অস্থিরতা তৈরি করে। পরে দেশটির প্রধান মিত্র রাশিয়া সেনা পাঠিয়ে দাঙ্গা দমন করতে সরকারকে সহযোগিতা করে।
কাজাখস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, আন্দোলনে উসকানি ও গণঅরাজকতার সৃষ্টির জন্য ৪৫ জনকে ১৮ মাস থেকে ২০ বছর পর্যন্ত সাজা দিয়েছে দেশটির আদালত।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/01/27/inaar.jpg)
আদালতের বিবৃতিতে জানানো হয়, ওই সংঘাতের প্রধান চরিত্র ছিল আর্মান ঝুমাগেলদিয়েভ। যিনি ‘ওয়াইল্ড আর্মান’ নামে পরিচিত। তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আলমাতি শহরের সাবেক কাউন্সিলরের ঘনিষ্ঠ দুই সহযোগীকে এই মামলায় ১৫ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের দাবি, এই তিনজন ‘গণদাঙ্গার’ মূল সংগঠক ছিলেন, যাদের লক্ষ্য ছিল সহিংসভাবে ক্ষমতা দখল করা।
এর আগে গত বছর দেশটির গোয়েন্দাবাহিনীর প্রধান করিম মাসিমভকে দেশদ্রোহের অভিযোগে ১৮ বছরের কারাদণ্ড দেয় আদালত। দাঙ্গা চলাকালীন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। অস্থিরতা নিয়ন্ত্রণে আসার পর ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে এভাবেই বিরোধী মতাদর্শের বিভিন্ন কর্মকর্তাদের দায়িত্ব কেড়ে নেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ।