গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৫৪ মরদেহ উদ্ধার : জাতিসংঘ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/31/gaza.jpg)
ইসরায়েল ও হামাসের মধ্যে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত মোট ৩৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। খবর আল-জাজিরার।
গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারির মধ্যে বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে ১৭১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, পুরো গাজাজুড়ে আনুমানিক ৫০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে, যা সরিয়ে ফেলতে ২০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৭ হাজার ৪৬০ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১১ হাজার ৫৮০ জন আহত হয়েছেন।
.
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/01/31/gaza_inner.jpg)
ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়লি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।