ময়মনসিংহে মদপানে তিনজনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/gphrgaano-thaanaa.jpg)
গফরগাঁও থানা। ছবি: এনটিভি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ তামাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের বাসিন্দা সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়ার বাসিন্দা আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহেলপুর গ্রামের বাসন্দা নিজাম উদ্দিন (৫০)।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমন মিয়ার মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।