টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তার উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কর্মশালা ও প্রদর্শনী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ শতাধিক নারী উদ্যোক্তার অর্থনৈতিক ক্ষমতায়ন ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে স্থানীয় শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজে এই কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালা ও প্রদর্শনীর উদ্বোধন করেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীর, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বক্তব্য দেন। উক্ত কর্মশালা ও প্রদর্শনীতে প্রায় ৩ শাতাধিক নারী উদোক্তা অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান নারী উদ্যোক্তাদের তৈরীকৃত বিভিন্ন পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনীতে তিন শতাধিক নারী উদ্যোক্তা জামা, বিভিন্ন ধরনের খাবার, বিউটিশিয়ানসহ তাদের তৈরীকৃত পণ্য প্রদর্শন করা হয়। তাদের এ পণ্য সরাসরি বা অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান বলেন, এ কর্মশালা ও প্রদর্শনীর মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য একদিকে যেমন বাজারজাতকরণ সহজ হবে, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য যাতে সহজে বাজারজাতকরণ করা যায়, সে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।