সৌদি বিশ্বকাপে মদ্যপানে কড়াকড়ি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/saudi_0.jpg)
সৌদি আরবে অনুষ্ঠিত ২০৩৪ ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ফুটবলের মহাযজ্ঞ আয়োজন করতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। টুর্নামেন্ট নিয়ে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে দেশটিতে। ইসলামি সংস্কৃতির দেশটিতে বিশ্বকাপ দেখতে সারা পৃথিবী থেকেই ছুটে যাবেন দর্শকরা। তবে, আনন্দ করা গেলেও মদ্যপানের প্রতি কঠোর হয়েছে দেশটি।
ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ জানিয়েছেন, বিশ্বকাপের সময় সৌদিতে মদ্যপান নিষিদ্ধ করা হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সম্প্রচারমাধ্যম এলবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান প্রিন্স খালিদ।
খালিদ বিন বান্দার বলেন, ‘সৌদিতে আপনাকে স্বাগত। তবে, কোনো অ্যালকোহল নয়। হোটেল, বিমান, স্টেডিয়াম কোথাও আমরা এর বৈধতা দিতে পারব না। বিশ্বকাপ অনেক বড় ব্যাপার। তবে, একটি ইভেন্টের জন্য আমরা আমাদের সংস্কৃতিকে বিসর্জন দিতে পারি না। পান করা ছাড়া কি বাঁচা যায় না?’
২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সৌদি আরব হতে যাচ্ছে দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ, যারা বিশ্বকাপের মত মহাযজ্ঞের আয়োজন করতে যাচ্ছে। এর আগে তাদের প্রতিবেশী কাতার প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে ২০২২ সালে।