নিজামীর ফাঁসিতে ‘গভীর বিষণ্ণ’ পাকিস্তান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/11/photo-1462976983.jpg)
জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছে পাকিস্তানি সরকার। আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘তাঁর (নিজামী) একমাত্র অপরাধ ছিল তিনি পাকিস্তানের সংবিধান ও আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’
পাকিস্তান সরকার বলে, ‘ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধী নেতাদের হত্যা করে দমনপীড়ন চালানো গণতন্ত্রের মূল্যবোধের পরিপন্থী।’
বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘বাংলাদেশের জনগণের জন্যও নিজামীকে ফাঁসি দেওয়া দুর্ভাগ্যজনক, তারা নিজামীকে পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছিল।’
এতে আরো বলা হয়, ‘বিচারের শুরু থেকেই কয়েকটি আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বিচার প্রক্রিয়া নিয়ে অভিযোগ করে আসছেন, বিশেষ করে নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রশ্নে। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবী ও সাক্ষীদেরও হয়রানি করার অভিযোগ রয়েছে। বিচারব্যবস্থার স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপের পক্ষে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে অভিযোগ করেছে বিশ্ব সম্প্রদায়।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে সাধারণ ক্ষমার আওতায় বিচার প্রক্রিয়া শুরু না করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারের অঙ্গীকার রক্ষা করা উচিত।’
সবশেষ নিজামীর পরিবার ও অনুসারীদের সমবেদনা জানায় পাকিস্তানি সরকার।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাবনার সাঁথিয়ায় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার অপরাধ প্রমাণিত।