হিলি সীমান্তে এক কেজি গান পাউডারসহ গ্রেপ্তার ২
দিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে এক কেজি গান পাউডার ও পাঁচটি ককটেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে দুই যুবককে গ্রেপ্তার করে রংপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) গ্রামের সোহাগ (৩০) ও মধ্য বাসুদেবপুর গ্রামের কালু (২৫)।
দিনাজপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মাহমুদ রাজু জানান, ভারত থেকে বিস্ফোরকদ্রব্য ও ককটেল পাচার হয়ে দেশে ঢুকছে এমন খবর পেয়ে দিনাজপুর র্যাব ক্যাম্পের সদস্যরা হিলি সীমান্তে অভিযান চালান। এ সময় তাঁরা সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে এক কেজি গান পাউডার ও পাঁচটি ককটেলসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করেন। এঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাব কর্মকর্তা।