২০০ মিটার হিটে বোল্টের জয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/16/photo-1471363211.jpg)
উসাইন বোল্টের আরেকটি সাফল্যের সাক্ষী হলো রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়াম। আজ অলিম্পিকে ২০০ মিটার দৌড়ের হিটে সহজেই জিতেছেন বিশ্বের দ্রুততম মানব। দর্শকদের বিপুল হর্ষধ্বনি নিয়ে নিজের হিটে প্রথম হওয়া বোল্টের টাইমিং ছিল ২০.২৮ সেকেন্ড।
১০০ মিটারের মতো ২০০ মিটারের বিশ্বরেকর্ডও বোল্টের অধিকারে। ২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ডে রেকর্ডটা গড়েছিলেন তিনি। সাত বছর ধরে অক্ষত থাকা নিজের রেকর্ড নিজেই ভেঙে দিতে চান জ্যামাইকার ‘গতিদানব’। আর কীর্তিটা তিনি গড়তে চান এবারের অলিম্পিকে।
আজকের হিটে অবশ্য বিশ্ব রেকর্ডের ধারেকাছেও ছিল না বোল্টের টাইমিং। তবে ‘লাইটনিং বোল্ট’ আগেই বলে রেখেছিলেন, রেকর্ডটা ফাইনালেই গড়তে চান তিনি, ‘আমার মনে হয় সেমিফাইনালের পর এক রাত ভালোভাবে বিশ্রাম নিতে পারলে রেকর্ডটা গড়তে পারব। আমি অবশ্য সব কিছু (অ্যাথলেটিক) ট্র্যাকের ওপরে ছেড়ে দিচ্ছি। সেখানেই যথাসম্ভব সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
২০০ মিটারের সেমিফাইনাল হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে, আর ফাইনাল শুক্রবার সকালে। তখনই জানা যাবে, রেকর্ডটা সত্যিই অক্ষত থাকল কি না।
তবে শুধু রেকর্ড নয়, টানা তিন অলিম্পিকে তিনটি স্বর্ণ জয়ের কঠিন লক্ষ্যের সামনেও দাঁড়িয়ে বোল্ট। ‘ট্রিপল ট্রিপল’-এর লক্ষ্য সম্পর্কে তাঁর অভিমত, ‘আমি এখানে তিনটি স্বর্ণপদক জিততে এসেছি। আমি এখানে নিজেকে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট প্রমাণ করতে এসেছি। কোনো কারণে তা না হলে ভীষণ দুঃখ পাব। আমি নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখতে চাই।’