কুড়িগ্রাম সীমান্তে ফেনসিডিল জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/15/photo-1479207637.jpg)
কুড়িগ্রামে আলাদা দুটি আভিযান চালিয়ে ফেনসিডিল জব্দ করেছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ বোতল এবং নাগেশ্বরী উপজেলায় রামখানা ইউনিয়নের সীমান্ত থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর রাতে ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযান চালায় বিজিবি। এই অভিযানের নেতৃত্ব দেন অনন্তপুর বিওপির হাবিলদার মো. আব্দুল আউয়াল।
বিজিবি দলটি অনন্তপুর সীমান্তের ৯৪৮ নম্বর মেইন পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগরাজ নামক স্থানে অবস্থান নেন। এ সময় সেখানে দুজন লোক মাথায় বস্তা নিয়ে আসে। পরে টহল দলকে দেখা মাত্রই বস্তা ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায় তারা। বস্তা থেকে বিজিবির টহল দল ১৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
অপরদিকে ভোর ৪টার দিকে নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্ত এলাকায় বিওপির নায়েব সুবেদার মো. মর্তুজা আলীর নেতৃত্বে আভিযান চালানো হয়। সীমান্ত এলাকার মেইন পিলার নম্বর ৯৫২ এর ৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামখানা ‘ব্রিজপার’ নামক স্থানে এই অভিযান চালানো হয়। সেখান থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
৪৫-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন জানিয়েছেন, জব্দকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।