চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের হামলা
চিলমারী উপজেলায় কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী পনির উদ্দিন আহমেদের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
প্রার্থীর অভিযোগ, আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার মাটিকাটা মোড়ে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস ভাঙচুরসহ এক সমর্থক আহত হয়েছেন। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি প্রার্থী।
গাড়ি ভাঙচুরের পর প্রচার বন্ধ করে ফিরে আসতে বাধ্য হন চেয়ারম্যান পদপ্রার্থী পনির উদ্দিন আহমেদ। পরে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী পনির উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনী প্রচার চালাতে চিলমারীর মাটিকাটা মোড়ে গেলে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমার গাড়িতে হামলা চালায়। আমার মাইক্রোবাসের ব্যাপক ক্ষতি হয়। আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাফর আলী নিজের পরাজয় বুঝতে পেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে। ’
হামলায় জয়নাল আবেদিন নামে এক সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে জানান পনির আহমেদ।
তবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এই ধরনের কোনো ঘটনা আমি জানি না।’
এ ব্যাপারে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গাড়ি ভাঙচুর ও একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে যাচ্ছি।’