চান্দিনায় একজনকে গণপিটুনি, অভিযোগ ডাকাতির চেষ্টার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/01/photo-1485965437.jpg)
গতকাল মঙ্গলবার রাতে চান্দিনার মহিচাইলে গণপিটুনির শিকার ইসমাইল। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইলে ইসমাইল নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। ঘটনার পর গতকাল মঙ্গলবার রাতেই তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁর বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগ নিয়েছে।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন দাস দাবি করেন, গতকাল রাত ৩টার দিকে চান্দিনার মহিচাইল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী ইসমাইলকে ধরে ফেলে। পরে তাঁকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
এসআই আরো বলেন, পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইসমাইলের বিরুদ্ধে চান্দিনা থানায় দুটি ডাকাতির মামলাসহ তিনটি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।