বান্দরবান প্রেসক্লাবে নতুন কমিটি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/07/24/photo-1500915131.jpg)
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদুল আলম সুমন। একই কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এনামুল হক কাশেমী।
আজ সোমবার বান্দরবান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০১৭-১৯ সালের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন তিনি।
সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এই পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এসব পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা। সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সুমন চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি এবং কোষাধ্যক্ষ এনামুল হক কাশেমী দৈনিক যুগান্তরের প্রতিনিধি।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে এম এ হাকিম চৌধুরী এবং যুগ্ম সম্পাদক পদে সাদেক হোসেন চৌধুরী।
নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মো. বাদশা মিঞা মাস্টার, সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।