শেষ চারের পথে শারাপোভার রাশিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/08/photo-1423390021.jpg)
ফেড কাপে পোল্যান্ডের উরশুলা রাদভান্সকাকে হারানোর পথে মারিয়া শারাপোভার একটি ফোরহ্যান্ড। ছবি : এএফপি
মহিলা টেনিসের দলগত প্রতিযোগিতা ফেড কাপের সেমিফাইনালে উঠতে আর মাত্র একটি জয় চাই রাশিয়ার। পোল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের লড়াইয়ের প্রথম দুটিতে জিতে মারিয়া শারাপোভার দেশ এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
শনিবার পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোফে প্রথম ম্যাচে আগ্নিয়েস্কা রাদভান্সকাকে ৬-৪, ২-৬, ৬-২ গেমে হারিয়ে রুশ দলকে দারুণ সূচনা এনে দেন দুটি গ্র্যান্ড স্লামজয়ী স্ভেৎলানা কুজনেৎসোভা।
পরের ম্যাচে কোর্টে নামেন শারাপোভা। রুশ-সুন্দরীর প্রতিপক্ষ ছিলেন উরশুলা রাদভান্সকা। আগ্নিয়েস্কার ছোট বোনকে শারাপোভা সহজেই ৬-০, ৬-৩ গেমে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দলকে। বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই রাশিয়া চলে যাবে শেষ চারে।